সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

৩ সন্তান নিয়ে জঙ্গলে আত্মগোপন করা বাবাকে দেখা গেল সিসি ক্যামেরায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে চার বছর আগে তিন সন্তানসহ নিখোঁজ হওয়া এক বাবাকে নতুন করে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা দেশটির অন্যতম আলোচিত এই কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে।

আজ শুক্রবার (২৯শে আগস্ট) বিবিসি জানিয়েছে, টম ফিলিপস নামের ওই ব্যক্তি ২০২১ সালের ডিসেম্বরে তার তিন সন্তান—জায়দা (বর্তমানে ১২), ম্যাভেরিক (১০) ও অ্যাম্বারকে (৯) নিয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তিনি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলের অরণ্যে সন্তানদের নিয়ে বুনো জীবন-যাপন করছেন। তবে এর আগে স্ত্রীর সঙ্গে আইনি লড়াইয়ের তিনি সন্তানদের নিজের কাছে রাখার বৈধতা হারিয়েছিলেন।

সম্প্রতি পুলিশ পিওপিও নামে একটি গ্রামীণ বাজারের এক দোকান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। এই ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে দুই মুখোশধারী ব্যক্তি একটি কোয়াড বাইকে (চার চাকার বিশেষ বাইক) চড়ে দোকানটির বাইরে পণ্য বোঝাই করছে। পুলিশ বলছে, এটি নিঃসন্দেহে টম ফিলিপস এবং সঙ্গে থাকা অন্যজন তার সন্তানদের একজন হতে পারে। ওই দোকানটিতে গত বছরও ডাকাতির চেষ্টা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, এবার ফিলিপস একটি করাত ব্যবহার করে দোকানের ভেতরে প্রবেশ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছেন।

টম ফিলিপসের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সশস্ত্র ব্যাংক ডাকাতি, ডাকাতির চেষ্টায় সহিংসতা, অবৈধ অস্ত্র রাখাসহ নানা অপরাধে অভিযুক্ত তিনি। ২০২৩ সালের মে মাসে মুখোশধারী দুই ডাকাত মোটরবাইকে চড়ে নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল—সেই ঘটনার সঙ্গেও ফিলিপসকে অভিযুক্ত করা হয়েছে।

গত বছর পুলিশ তার সন্ধানে ৮০ হাজার নিউজিল্যান্ড ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, ফিলিপস বনের ভেতরে টিকে থাকার দক্ষতা কাজে লাগাচ্ছেন। তবে কোনো মুখোমুখি সংঘাত ঘটলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। এ জন্য বিশেষ বাহিনী মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে।

শিশুদের মা ক্যাট গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় সন্তানদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। বিশেষ করে, অ্যাম্বারের অ্যাজমার চিকিৎসা না হওয়ায় তার স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি ফিলিপসের পরিবারের সদস্যরাও তাকে সন্তানদের নিয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ফিলিপসের উদ্দেশে তার বোন রোজি টেলিভিশনে মায়ের লেখা একটি চিঠি পড়ে শোনান এবং তিনি তাকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করার জন্য অনুরোধ করেন।

পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ডি সন্ডার্স বলেন, ‘এখানে মূল বিষয় হলো তিনটি শিশু, যারা চার বছর ধরে বাড়ি থেকে দূরে আছে। তাদের নিরাপত্তা ও কল্যাণই আমাদের প্রধান অগ্রাধিকার।’

নিউজিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন