ছবি: সংগৃহীত
‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন সার্ভিস গঠনে সিইসি কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।
রোববার (৩১শে আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান ও সদস্যসচিব মো. ইউসুফ-উর-রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান জানান, তারা দাবি নিয়ে সিইসির সঙ্গে দেখা করেছেন। এটি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুষ্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনেরও অনুমোদন রয়েছে। সিইসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তারা মনে করেন বিষয়টি বাস্তবায়ন হবে।
গত শনিবার নির্বাচন ভবনে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। সভা শেষে অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।
জে.এস/
এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
খবরটি শেয়ার করুন