সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

মিথ্যা বিয়ে নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চান না ভারতীয় ক্রিকেটারের স্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ নিয়ে চলছে নানা আলোচনা। ছবি: সংগৃহীত

যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। খবর এনডিটিভির।

চাহাল-ধনশ্রীর সম্পর্কের টানাপোড়েন চলছে গত কয়েক বছর। ১৮ মাস ধরে তারা আছেন আলাদা। বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল—জুলাই মাসের শেষে রাজ সামানি নামে এক ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’-এর সঙ্গে কথা বলার সময় এমন তথ্য সামনে এসেছিল। প্রায় এক মাস পর গতকাল মঙ্গলবার (১৯শে আগস্ট) ‘হিউম্যান্স অব বোম্বে’ নামে এক পডকাস্টে ধনশ্রী দাবি করছেন, চাহালের সঙ্গে মিথ্যা বিয়ের ঘটনা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা তিনি (ধনশ্রী) পছন্দ করেন না।

ধনশ্রী বলেন, ‘ব্যক্তিগত জীবন বলতে যা বুঝি, সেটা হলো এটা প্রাইভেট থাকা উচিত। দেখুন একটা কয়েনের দুই পাশ থাকে। এক হাতে তো তালি বাজে না। আমি কিছু বলছি না সবাই সেটার সুযোগ নেবেন, এমনটা তো ঠিক না। কারও সঙ্গে এমনটা হওয়া উচিত না।’

একই ঘটনা নিয়ে বারবার ঘাঁটাঘাঁটি করায় ধনশ্রী যে কতটা বিরক্ত, সেটা তার কথায় ফুটে উঠেছে। হিউম্যান্স অব বোম্বে পডকাস্টে তিনি বলেন, ‘ভালো কিছু যদি অর্জন করতে চান, তাহলে সেটা বারবার ঘেঁটে দেখার কোনো মানে হয় না। এ ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। নিজের পক্ষেও তো কিছু থাকে। আমি কি এখন সেটার গভীরে যাব? না। তবে ভবিষ্যতে হয়তো করতে পারি।’

ভালোবাসার অর্থ বলতে কী বোঝেন—পডকাস্টে এমন প্রশ্নের উত্তরে ধনশ্রী বলেন, ‘সবাই তো ভালোবাসা চায়। কে চায় না, যদি একটু বলতে পারেন? নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি। কারণ, এটাই যে জীবনের এক নম্বর ব্যাপার। আগে নিজেকে ভালোবাসুন। তারপর ভালোবাসা খুঁজুন।’

২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল-ধনশ্রী। তবে দুজনেই যার যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কেউ কাউকে তেমন সময় দিতে পারেননি। এ কারণেই তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়ে উঠেছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চাহাল-ধনশ্রী।

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বরাতে জানা গেছে, বিচ্ছেদপ্রক্রিয়া চলার মধ্যে ধনশ্রী পেয়েছিলেন ৪ কোটি ৭৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬৩ লাখ টাকা। পেশায় কোরিয়াগ্রাফার ধনশ্রীর সঙ্গে এ বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয়েছে বলে শোনা গেছে।

যুজবেন্দ্র চাহাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন