সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

নেভেসের হ্যাটট্রিকে গোল বন্যায় পিএসজির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) যেন গোলের উৎসবই সাজালো। প্রথম আধা ঘণ্টাতেই চারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শিরোপাধারীরা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা জোয়াও নেভেস।

শেষ দিকে দুটি গোল করেও বড় হার এড়াতে পারেনি তুলুজ। শেষ পর্যন্ত ফরাসি লিগ ওয়ানে তুলুজকে ৬-৩ গোলে উড়িয়ে দিল পিএসজি। দুটি গোল করেছেন উসমান দেম্বেলে, একবার জালের দেখা পেয়েছেন তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা। খবর ডেইলি মেইলের।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দেম্বেলের বাড়ানো বল থেকে বাইসাইকেল কিকে গোল করেন নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইজের থ্রু পাস থেকে জালে বল পাঠান বারকোলা।

কর্নার থেকে ভেসে আসা বলে তৃতীয় গোলটিও বাইসাইকেল কিকে করেন নেভেস। যেটা নেভেসের দ্বিতীয় গোল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দেম্বেলে। তবে বিরতির আগে তুলুজের চার্লি ক্রেসওয়েল একটি গোল শোধ দেন। 

বিরতির পরও গোলের বন্যা থামেনি। ৫১ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন দেম্বেলে। ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোল তুলুজকে কিছুটা স্বস্তি দিলেও হার এড়াতে পারেনি তারা।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, প্রথম হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।

জে.এস/

জোয়াও নেভেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন