সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

বাংলাদেশি নামে গরিবদের অত্যাচার করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। গরিব মানুষ আমার হৃদয়, তাদের ভালোবাসি। আমি জাতপাত মানি না।’  খবর আনন্দবাজার পত্রিকার।

গতকাল ২৮শে আগস্ট, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় মমতা ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের হেনস্তারও কঠোর সমালোচনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘মোদিজি সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন। অথচ সারাদেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতি-সন্ত্রাস-গুজরাট মডেলই আসল চিত্র।’ বিজেপি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বাংলায় মানুষকে প্রকৃত সামাজিক নিরাপত্তা দিতে কাজ করি, আর ওরা মানুষের অধিকার কেড়ে নেয়।’  

বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘আপনারা পরিবারতন্ত্র করেন না! আপনার ছেলে তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। রাজনীতি থেকে আয় নেই, আর ক্রিকেটের বিশ্ব সংস্থা থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আয়। রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই, তবুও রাজনীতির সর্বত্র আপনার পরিবারের ছড়াছড়ি। ললিপপ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছেন। আমরা কিন্তু অধিকার দিই, ললিপপ নয়।’

মমতা বলেন, ‘এনআরসি করে ভোটার নাম কাড়ার চেষ্টা হচ্ছে। আমার জীবন থাকতে একজনেরও ভোটাধিকার কাড়তে দেব না।’

তিনি বলেন, ‘আপনাদের জোর জুলুম বাংলা মানছে না, মানবেও না। বিনা যুদ্ধে এক ইঞ্চি ছাড়েনি, ছাড়ব না।’ ছাত্রদের সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি সবাইকে বলছি–নিজের ভোটার তালিকা দেখে নেবেন। আধার কার্ডটা করে রাখবেন। কারণ, তারা অন্যের ডিটেলস নিয়ে গিয়ে ভোট কেটে দিতে পারে।’

এমন এক সময় মমতা এসব বিষয় নিয়ে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীনদের সমালোচনা করলেন, যখন ভোটার তালিকায় জালিয়াতি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, ভারতের ভোটার তালিকায় কারচুপি করে ব্যাপকভাবে ‘ভোট চুরি’ করা হয়েছে।

এ অভিযোগকে কেন্দ্র করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত মুখোমুখি অবস্থানে চলে যান। এবার কংগ্রেস ছাড়াও ইন্ডিয়া জোটের অন্য শরিকরা বিষয়টি নিয়ে সরব হচ্ছেন।

জে.এস/

মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন