সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছর ধরে চকই তার একমাত্র খাবার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

চক খাচ্ছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা মল্লভা। ছবি : নিউজ১৮

শুনতে অবাক লাগলেও সত্যি এই নারীর প্রিয় খাদ্য চক। যে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, সেই চক তিনি খেয়ে যাচ্ছেন ১৫ বছর ধরে। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, মল্লভা ভারতের তেলেঙ্গানা রাজ্যের বান্দনকাল গ্রামের বাসিন্দা। বেশ কিছু বছর আগে কাজ থেকে বাড়ি ফিরে মল্লভা ভাত খেতে বসেন। ওই সময় বাসনে তিনি পোকা দেখতে পান। এরপরই সেই ভাত সঙ্গে সঙ্গে ফেলে দেন মল্লভা। ঘরে খাবার মতো আর কিছুই ছিল না। ওই সময় তার চোখ পড়ে কয়েকটি চকের ওপর। খিদে মেটাতে চকগুলো খেয়ে নিয়ে পানি নেন তিনি। এরপর থেকেই মল্লভের চক খাওয়া শুরু হয়। 

আরো পড়ুন: ৬০ বছর ধরে ঘুমান না তিনি

মল্লভা জানান, ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে থাকার পরেও কোনও শারীরিক অসুবিধা নেই তার। এখন চক খাওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। জানা যায়, চকের বদলে সাধারণ খাবার খেলে শরীর খারাপ হয় মল্লভার। এই খবর সামনে আসার পর থেকে চমকেছেন বহু মানুষ!

এ নিয়ে ভারতীয় চিকিৎসক মহেশ রাও বলেন, আমি এমন ঘটনা এর আগে দেখিনি। কীভাবে শুধু চক খেয়ে তিনি বেঁচে আছেন তা পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। 

এসকে/ 

চিকিৎসক ভারত মল্লভা চক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন