সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোতলজাত পানির দাম কোন দেশে সবচেয়ে বেশি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমরা জানি, পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু দিন দিন সুপেয় পানি ব্যয়বহুল হয়ে উঠেছে। বিশেষ করে খনিজ পানি। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, বোতলজাত এক লিটার খনিজ পানির গড় দাম ৪০ টাকা। সবচেয়ে বেশি দামে পানি বিক্রি হয় সুইজারল্যান্ডে। দেশটিতে এক লিটার বোতলজাত পানির জন্য গুনতে হয় অন্তত ৫৬০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে এক লিটারে ১ হাজার ৫৯০ টাকাও দাম পড়ে।

অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, বেশ কিছু কারণে বোতলজাত পানি বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। কিন্তু অন্যান্য পানীয়র পাশাপাশি সুপেয় পানির দামও বেড়েই চলেছে। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে পানির দামে বেশ তারতম্যও দেখা যায়।

সংস্থাটির হিসাবে, সবচেয়ে বেশি দামে বোতলজাত পানি বিক্রি হওয়া দেশগুলোর শীর্ষ পাঁচটিই ইউরোপের। সুইজারল্যান্ড ছাড়া অন্য চারটি দেশ হলো লুক্সেমবার্গ, ডেনমার্ক, জার্মানি ও নরওয়ে। এসব দেশে এক লিটার বোতলজাত পানির দাম যথাক্রমে ৪১৫, ৩৫৭, ৩৩০ ও ৩২৯ টাকা।

বোতলজাত পানির দামের ক্ষেত্রে শীর্ষে ১০টি দেশের মধ্যে আরও রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ইসরায়েল। এসব দেশে এক লিটার বোতলজাত পানির জন্য ২৫০ থেকে ৩০০ টাকা গুনতে হয়। এর মধ্যে অস্ট্রিয়ায় ৩২৫ টাকা, বেলজিয়ামে ৩১৬, নেদারল্যান্ডসে ৩১২, অস্ট্রেলিয়ায় ২৭৪ ও ইসরায়েলে দাম পড়ে ২৬৯ টাকা।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ১০০টি দেশে বোতলজাত পানির দাম বিশ্লেষণ করে বৈশ্বিক এই তালিকা তৈরি করেছে। তাতে দেখা গেছে, বোতলজাত পানির দামের ক্ষেত্রে তালিকার একেবারে শেষ দিকে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির দেওয়া হিসাবে, বাংলাদেশে এক লিটার পানির জন্য ২০ টাকা গুনতে হয়। বাংলাদেশের চেয়ে কম দামে পানি পাওয়া যায় শুধু মিসরে। দেশটিতে এক লিটার বোতলজাত পানির দাম গড়ে ১৫ টাকা।

এ ছাড়া আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে এক লিটার বোতলজাত পানির দাম যথাক্রমে ২৫, ৩২, ৫৫ ও ২৫ টাকা।

বোতলজাত পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন