বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার শহর ভারতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর নির্মিত হচ্ছে ভারতে। দেশটির উত্তর প্রদেশের লখনউয়ে গড়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম এআই শহর।

এআই শহর নির্মাণের মাধ্যমে ইতিহাসের খাতায় নাম লেখাতে চলেছে লখনউ। এশিয়া তথা গোটা বিশ্বে অত্যাধুনিক বা হাই-টেক শহর তো অনেক রয়েছে, কিন্তু এআই শহরের তকমা সেইভাবে এখনও কেউ পায়নি। তাই লখনউ শুধু ভারত নয়, এশিয়া তথা বিশ্বের মধ্যে বড় চমক দিতে চলেছে।

উত্তর প্রদেশ ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড এই পরিকল্পনার নোডাল এজেন্সি। ইতিমধ্যে একাধিক রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে আলোচনায় বসেছে তারা। ভারতের প্রথম এআই শহর বানানোর ক্ষেত্রে কী কী পরিকাঠামোর প্রয়োজন তা খতিয়ে দেখছে এই প্রতিষ্ঠান। ভারত সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে গড়ে উঠেতে চলেছে এই শহর।

বিশ্বের এআই বাজার কতটা?

যে হারে এআইয়ের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে তাতে এটাই যে ভবিষ্যৎ তা অনেকটাই নিশ্চিত। ২০২২ সালে এআইয়ের বাজার ছিল প্রায় ১১ লাখ কোটি টাকা। যা ২০২৩ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ৩৭.৩ শতাংশ হারে বাড়বে বলে দাবি করা হচ্ছে। বাজারের স্রোতের সঙ্গে পা মিলিয়েই অত্যাধুনিক লখনউ গড়ে তোলা হবে জানিয়েছে সংস্থা।

আরো পড়ুন : নতুন বছরে আকাশে উড়বে গাড়ি!

আর্থিক সহায়তা

শহর হোক বা বাড়ি তার ভিত যদি মজবুত থাকে তাহলে যে কোনও ঝড়-বিপর্যয় সামলাতে পারে। আর সেখানেই সবথেকে বেশি জোর দিতে চায় সংস্থা। জানা গিয়েছে, এআই শহরের জন্য নাদারগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। যারা এই শহর বানানোর কাজে অংশগ্রহণ করতে চান, তাদের উৎসাহিত করার জন্য এককালীন অ্যাপেক্স সাপোর্ট, স্ট্যাম্প ডিউটি ছাড় এবং আর্থিক সহায়তা দেওয়া হবে।

এআই শহরে কী কী থাকবে?

অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে গড়ে তোলা হবে এই শহর। যেখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি, রিসার্চ সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, সস্তা এবং লাক্সারি অ্যাপার্টমেন্ট। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট সংস্থাগুলোকে তাদের দক্ষতা দেখানোর জন্য পর্যাপ্ত সুযোগ ও জায়গা দেওয়া হবে। শহরের মানুষদের যাতায়াতের জন্য থাকবে এআই ভিত্তিক বাস ও পরিবহণ ব্যবস্থা।

১ ট্রিলিয়ন অর্থনীতি

তাৎপর্যপূর্ণ বিষয় হল, টায়ার ১ শহর হিসাবে লখনউ-কেই বেছে নেওয়া হয়েছে ভারতের প্রথম এআই শহরের জন্য। উত্তর প্রদেশ সরকারের সঙ্গে সহযোগিতায় পরিকাঠামো গড়ে তোলা হবে। যা রাজ্যের অর্থনীতি আগামী ৫ বছরের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারে।

টেক ইকোসিস্টেম

ইতিমধ্যে উত্তর প্রদেশে নয়ডা শহরে আধুনিক টেক ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে। বড় তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন এইচসিএল এবং টিসিএস-এর অফিস রয়েছে সেখানে। এআই শহর গড়ে তোলার পরিকল্পনা রাজ্যের বিদ্যমান ব্যবস্থাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে পারে। সঙ্গে বিশ্বব্যাপী এআই অগ্রগতিতে ভারতের অবদানও বাড়াতে পারে এই শহর।

এস/ আই.কে.জে/

ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250