বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

ঢাকাই জামদানি কলকাতায় লাখ টাকা হাকাচ্ছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। জি বাংলায় এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন শো-তে কাজ করছেন তিনি। তবে অভিনয়ের বাইরে ব্যবসায়-ও সময় দেন এই তারকা। নিজস্ব রেস্তোরাঁ থেকে শুরু করে শাড়ির ব্যবসাও রয়েছে তার। 

সম্প্রতি ঢাকাই জামদানি শাড়ি কালেকশন করে কলকাতায় বিক্রি করছেন সুদীপা। তবে তার সেই শাড়ির বিজ্ঞাপনের পোস্ট দেখে চক্ষু চড়কগাছ সকলের। কিন্তু কেন?

তাঁতের খটাখট শব্দে মুখর গোটা গ্রাম। সামনে রেডিও বাজছে, তাঁতিরা একমনে শাড়ি বুনে চলেছেন। সূক্ষ্ম সুতার টানা আর ভরনায় হাতে নকশা তোলা হচ্ছে সুনিপুণ দক্ষতায়। প্রাচীন কৌশলের তাঁত অর্থাৎ পিট লুম বা গর্ত তাঁতে বোনা হচ্ছে পৃথিবীর অন্যতম ধ্রুপদি বস্ত্র, জামদানি। 

ঢাকাই জামদানি শাড়ির জনপ্রিয়তা বিশ্বজুড়েই। আর সেই শাড়ি বাংলাদেশ থেকে এনে ওপার বাংলায় বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন সুদীপা। যেখানে প্রতিটি শাড়ির দাম দেখে মাথায় হাত পড়েছে অনেকের। 

কলকাতার সংবাদমাধ্যমগুলোর দাবি, যে শাড়ি বাংলাদেশে পাওয়া যায় ১০-১৫ হাজার টাকায়। সেগুলোই সুদীপা কলকাতায় বিক্রি করতে দাম হাঁকাচ্ছেন এক লাখ থেকে দেড় লাখ টাকা। তার বিক্রিকৃত শাড়ির সর্বনিম্ন দাম ৫৫ হাজার টাকা। সর্বোচ্চ ১ লাখ ত্রিশ হাজার টাকা।

ফেসবুকে শাড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কয়টা বাকি রয়ে গেছে। যদি কারও পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরজিনাল ঢাকাই।’

আরো পড়ুন: ‘আমি হব শাকিব খানের ৩ নম্বর বউ’

অভিনেত্রীর সেই পোস্টে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেছেন। কারো প্রশ্ন, একটা শাড়ির এত দাম? কারো মন্তব্য, শাড়ীর দাম লিখতে গিয়ে হয়তো ভুলে একটা শূন্য বেশি ব্যবহার করে ফেলেছে। যদিও সেসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি সুদীপাকে।

তারকাদের ব্যবসার কথা নতুন কিছু নয়। বলিউড থেকে টলিউড সর্বত্রই অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় বিনিয়োগ রাখেন তারা। সুদীপাও এই কাজটি করে আসছেন বহু বছর ধরে।

এসি/ আই.কে.জে/



কলকাতা ঢাকাই জামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন