বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ *** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা জব্দ করল সিআইডি *** আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: শফিকুল আলম *** উচ্চকক্ষের পিআর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি

১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ১৫ই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর এ নির্বাচন আলোর মুখ দেখতে যাচ্ছে। আজ বুধবারও (৩০শে জুলাই) চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে চাকসু নির্বাচনের দাবিতে বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে শাখা ছাত্রশিবিরসহ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ছাত্র সংসদ। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের জন্য এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার। যেখানে তারা নিজেদের মতামত ও চাহিদা প্রশাসনের কাছে খুব সহজেই তুলে ধরতে পারেন। এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগের পর যুগ ধরে বন্ধ রয়েছে এই নির্বাচন। 

সবশেষ ২০১৯ সালের ১১ই মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, সেটিও অনুষ্ঠিত হয় ২৮ বছর পর। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ৩৫ বছর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ৩৩ বছর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ৩৬ বছর ধরে অচল।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই নির্বাচন এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগামী ৯ই সেপ্টেম্বর ডাকসু, ১১ই সেপ্টেম্বর জাকসু ও ১৫ই সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে চাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনগুলো বারবার আন্দোলন করলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করতে আগামী ১৫ দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আগামী ১লা আগস্ট সিন্ডিকেট সভায় চাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ নীতিমালা উপস্থাপন করা হবে এবং সেখানে এটি অনুমোদন দেওয়া হবে। অনুমোদন পেলে চাকসু নির্বাচনের জন্য যে কমিটি করা হয়েছে, তারা দ্রুতই একটি রোডম্যাপ ঘোষণা করবে। আশা করি, আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

জে.এস/

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন