ছবি: সংগৃহীত
দেশের চা শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মূল মজুরি প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়াতে সম্মত হয়েছেন বাগান মালিকেরা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চা বাগানের মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছর থেকেই চা শ্রমিকদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
গতকাল মঙ্গলবার (২৯শে জুলাই) রাজধানীর বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আজ বুধবার (৩০শে জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে বাংলাদেশের চা বাগান মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশি চা সংসদ (বিসিএস), বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ চা শিল্পের কর্মচারীদের সিবিএ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন ও মজুরি ৫ শতাংশ হারে বাড়বে। শুধু বেতনই নয়, অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও সমন্বয় করা হবে।
এছাড়াও চুক্তির আওতায় স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যদের মূল বেতন প্রতি বছর ৫ শতাংশ হারে বাড়বে। মূল বেতন ছাড়াও তাদের অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাও বাড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন বিটিএ চেয়ারম্যান কামরান টি. রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল মাশরুর, বিটিএ লেবার সাব-কমিটির কনভেনার তাহসিন আহমেদ চৌধুরী, বিটিএর কমিটি মেম্বার এম. ওয়াহিদুল হক। এছাড়া চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মল্লিক টি. রহমান, মহাসচিব কাজী মোজাম্মেল হক, বিভিন্ন বাগানের সাব-কমিটির কনভেনার তপন চৌধুরী, সদস্য সেলিনা বেগম, শ্যামল কান্তি দাস এবং টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন