মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে ১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ফুল ফোটালেন আশিকুর রহমান শিবলী। শেষপর্যন্ত টাইগার এই ব্যাটারের ১৩০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংসে ২০০ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে ৫৫ বল বাকি থাকতেই। ৬ উইকেটের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।  

এশিয়া কাপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে দাপটে জয়ের পর বুধবার (১৩ই ডিসেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। 

শ্রীলঙ্কার দেওয়া ২০০ রানের লক্ষ্যে বল করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফিরেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ও মোহাম্মদ রিজওয়ান চৌধুরী। 

এই দুই টপ অর্ডারের ব্যাটে ম্যাচের হাল ধরে টাইগাররা। ১৭তম ওভারে ৭৪ রানের জুটি ভাঙেন বিশ্ব লাহিরু। ৩২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন রিজওয়ান। তবে এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন ওপেনার শিবলি।  

এই ডানহাতি ব্যাটারকে দারুণ সঙ্গ দিয়েছেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। দুই টপ অর্ডারের সঙ্গে মাঝারি জুটি গড়ে নিজের শতক তুলে নিয়ে দলের জয়ের ভীত গড়েন আশিকুর রহমান শিবলি। ৪১তম ওভারে ৬ উইকেট হাতে রেখেই নিজের টানা তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।  

আরো পড়ুন: জাপানকে উড়িয়ে বাংলাদেশের দারুণ জয়

বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমেই টস ভাগ্য টাইগারদের পক্ষে যায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মাহফুজুর রহমান রাব্বি। অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করেন বোলাররা। তাদের ধারাবাহিক বোলিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৯৯ রানের পুঁজি পায় লঙ্কানরা। টাইগারদের হয়ে ৩টি উইকেট নেন ওয়াসি সিদ্দিকি। 

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ 'এ' গ্রুপের রানার্সআপ ভারত। আগামী ১৫ ডিসেম্বর দুবাইয়ে বাংলাদেশ সময় সকাল ১১টা বেজে ৩০ মিনিটে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। 

এসকে/ 

এশিয়া কাপ সেমিফাইনাল অনূর্ধ্ব-১৯

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250