শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট *** প্রশ্রয় না দিয়ে খুন, মব সন্ত্রাস থামানোর দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির *** চার লাখ শিক্ষককে এআই প্রশিক্ষণ দেবে ওপেনএআই *** ভারতের উত্তরাখণ্ডে বাংলাদেশিসহ ২৫ ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার *** ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে সম্মেলনের নতুন তারিখ ২৮-২৯শে জুলাই *** বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হলো পুতুলকে *** পুরান ঢাকায় সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল *** মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** কাঠমাণ্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব *** অভিনব লড়াইয়ে গরমের বিরুদ্ধে জয়ী আফগান ট্যাক্সিচালকরা

অজয় দেবগনের নাচ নিয়ে মজা করলেন কাজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তার স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে।

সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’

গতকাল শুক্রবার (১১ই জুলাই) ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তার জন্য।

অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার জুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। আগামী ২৫শে জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন