কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত
দুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি। অবশেষে এ বছর দুর্গাপূজায় আসছে সিনেমাটি। গতকাল শুক্রবার (১১ই জুলাই) মোশন পোস্টার প্রকাশ করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। যে নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যায়।
সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে যাওয়া একজন মেয়ের। সে তার শিকড় খুঁজতে যায়। গিয়ে এক ধাঁধায় জড়িয়ে পড়ে। আবীর চট্টোপাধ্যায় ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার গল্প। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে। প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন