ছবি: বিবিসি
আফগানিস্তানে প্রচণ্ড গরমে পুড়তে থাকা শহরগুলোতে এখন এক অভিনব দৃশ্য দেখা যাচ্ছে। শহরের রাস্তা ধরে ছুটে চলা ট্যাক্সিগুলোর ছাদে লাগানো রয়েছে অদ্ভুত আকৃতির একটি ব্যারেল ও এগজস্ট পাইপ। শুক্রবার (১১ই জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো আসলে হাতে তৈরি এয়ারকুলার। গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে ট্যাক্সিচালকরা নিজেরাই বানিয়ে নিয়েছেন।
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু গাড়ির ভেতরে থাকা এসি প্রায় সময় কাজ করে না বলে অভিযোগ চালকদের। এর বদলে নিজেদের তৈরি কুলার দারুণ কাজের বলে মনে করছেন তারা।
আবদুল বারী নামের এক ট্যাক্সিচালক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা এসির চেয়ে ভালো কাজ করে। এসি কেবল সামনের অংশটা ঠাণ্ডা করে, আর এই কুলার পুরো গাড়িতে বাতাস ছড়িয়ে দেয়।
এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল বারী কুলারের এগজস্ট ভেন্টটা ট্যাক্সির জানালায় আঠা দিয়ে আটকে দিচ্ছেন। আর তার একজন সহকারী গাড়ির ছাদে উঠে পুরো ইউনিট বসিয়ে দিচ্ছেন। এই পদ্ধতির একমাত্র ঝামেলা হলো, দিনে দুইবার করে কুলারে পানি ঢালা লাগে। তারপরও বারী বলেন, ‘আমার জন্য এটাই বেশ ভালো কাজ করে।’
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সরকার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে।
চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে আফগানিস্তান তাদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বসন্তকাল পার করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, ভয়াবহ খরা ইতিমধ্যে দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমন আবহাওয়া দেশটির কৃষিকাজ ও গ্রামীণ জীবিকা ধ্বংস করে দিচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন