রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া *** ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াতেক *** দেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ *** সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের *** আয়াতুল্লাহ খামেনি নিজেই যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন *** ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন *** তবে কী ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান *** সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালের আদেশ *** ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি *** চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

আশার আলো দেখিয়ে ভেস্তে যাওয়ার মুখে গাজা যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

সাহায্যের আশায় গাজার বিধ্বস্ত ও হতাশ শিশুরা। ছবি: আনাদোলু

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন, সপ্তাহ খানিকের মধ্যেই গাজা যুদ্ধবিরতি হয়ে যেতে পারে। এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও এই বিষয়ে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার মুখে। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার মুখে।

জ্যেষ্ঠ ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, গত সপ্তাহে আমেরিকা সফরের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘কালক্ষেপণের’ কৌশল নিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে আলোচনার গতি থামিয়ে দিয়েছেন। তিনি জানান, ইসরায়েল যে প্রতিনিধি দলকে দোহার আলোচনায় পাঠিয়েছে, তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না।

আলোচনার মূল বিরোধগুলোর মধ্যে রয়েছে—গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণের বিষয়। তবে গত আমেরিকা ছাড়ার আগে নেতানিয়াহু আশার সুরে বলেছিলেন, ‘আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হবে।’

তিনি বলেন, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হামাস ৬০ দিন স্থায়ী যুদ্ধবিরতির সময় তাদের হাতে থাকা জীবিত ২০ জন জিম্মির অর্ধেক এবং মৃত ৩০ জন জিম্মিদের মধ্যে কয়েক জনের মরদেহ ফেরত দেবে।

জে.এস/

ইসরায়েল-হামাস যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন