ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব ও ফ্রান্স। তবে ইরানে ইসরায়েলি হামলার কারণে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়ে যায়। সম্প্রতি উদ্যোক্তা দুই দেশ আবারও সেই সম্মেলন আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করেছে। আগামী ২৮শে ও ২৯শে জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর আরব নিউজের।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজে খবরে বলা হয়েছে, সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠেয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন এ মাসের শেষ দিকে আবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে এ সম্মেলন ১৭-২০শে জুন আয়োজনের কথা ছিল। তবে গত ১৩ই জুন ইসরায়েল ১২ দিনের সামরিক অভিযানে ইরানকে লক্ষ্যবস্তু করলে সেটি স্থগিত করা হয়।
গতকাল শুক্রবার (১১ই জুলাই) আরব নিউজকে একাধিক কূটনীতিক নিশ্চিত করে বলেছেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৮শে ও ২৯শে জুলাই অনুষ্ঠিত হবে। বিস্তারিত শিগগিরই জানানো হবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো—দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশকের পুরোনো সংঘাতের স্থায়ী অবসান ঘটানো।
খবরটি শেয়ার করুন