শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের *** আয়াতুল্লাহ খামেনি নিজেই যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন *** ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন *** তবে কী ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান *** সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালের আদেশ *** ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি *** চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট *** প্রশ্রয় না দিয়ে খুন, মব সন্ত্রাস থামানোর দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির *** চার লাখ শিক্ষককে এআই প্রশিক্ষণ দেবে ওপেনএআই *** ভারতের উত্তরাখণ্ডে বাংলাদেশিসহ ২৫ ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার

চার লাখ শিক্ষককে এআই প্রশিক্ষণ দেবে ওপেনএআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘ন্যাশনাল একাডেমি ফর এআই ইনস্ট্রাকশন’ নামের এই কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে আমেরিকার চার লাখ শিক্ষককে এআইবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

বিপুলসংখ্যক শিক্ষকদের হালনাগাদ প্রযুক্তির এআই প্রশিক্ষণ দিতে ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স (এএফটি), মাইক্রোসফট, অ্যানথ্রপিক এবং ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ওপেনএআইয়ের তথ্যমতে, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে আমেরিকার অন্তত ১০ শতাংশ শিক্ষককে শিক্ষা কার্যক্রমে এআই ব্যবহারের কৌশল শেখানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে নিউইয়র্কে চালু করা হবে মূল প্রশিক্ষণ কেন্দ্র। সেখান থেকে দেশব্যাপী আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

নতুন এ উদ্যোগের বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘শিক্ষকরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি। শ্রেণিকক্ষে এআই ব্যবহারের পথ শিক্ষকদের নেতৃত্বেই তৈরি করতে হবে। আমরা এই যাত্রায় তাদের পাশে থাকতে চাই।’

এএফটির প্রেসিডেন্ট র‍্যান্ডি ওয়েইনগার্টেন বলেন, ‘এআই প্রযুক্তির সম্ভাবনা যেমন ব্যাপক, তেমনি রয়েছে অনেক জটিলতা ও ঝুঁকিও। আমাদের দায়িত্ব হলো এই প্রযুক্তি যেন শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হয়।’

সম্প্রতি গ্যালাপ পরিচালিত একটি জরিপে দেখা গেছে, আমেরিকার প্রতি ১০ জন শিক্ষকের অন্তত ৬ জন এআই টুল ব্যবহার করছেন। তাদের মধ্যে অনেকে জানান, এই প্রযুক্তির মাধ্যমে তারা প্রতি সপ্তাহে ছয় ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় করতে পারছেন।

জে.এস/

শিক্ষককে এআই প্রশিক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন