ছবি: সংগৃহীত
সুন্দর ত্বক কে না চায়? এজন্য অনেকে বাজারের নামি-দামি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন। এতেও ত্বকে ক্ষতির আশঙ্কা থাকে। সবচেয়ে ভালো হয় ত্বকের যত্নে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারলে। সে ক্ষেত্রে মধুর তুলনা নেই।
রূপ বিশেষজ্ঞদের মতে, মধু হলো এমন একটি উপাদান, যা খুব দ্রুতই ত্বক সুন্দর করতে পারে। বিশেষ করে খাঁটি মধুর গুণাগুণ অপরিসীম। এতে থাকে প্রাকৃতিক এনজ়াইম। যা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বক মসৃণ রাখতে মধুর ভূমিকা অপরিসীম।
মধুতে থাকা উপকারী ব্যাকটেরিয়া তৈলাক্ত ত্বকের ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বকে কোনো ক্ষত চিহ্ন থাকলেও মধুর ব্যবহারে তা নির্মূল করা সম্ভব। সপ্তাহে দুইদিন মধু দিয়ে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ তুলে ফেলা যায়। এতে ত্বক অনেক উজ্জ্বল হয়ে ওঠে। নিয়মিত মধুর ব্যবহার করলে পরবর্তীকালে চর্মরোগ হওয়াও প্রতিরোধ করা যায়।
কীভাবে ত্বকে ব্যবহার করতে পারেন মধু
মাস্ক হিসেবে খাঁটি মধু মুখে মেখে আধঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক ভালো থাকবে। বেসন, মধু ,দই- এর পেস্ট মুখের অবাঞ্ছিত ট্যান তুলতে সাহায্য করে। তবে যাদের ত্বক সংবেদনশীল, বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছুই ব্যবহার করা তাদের জন্য বিপজ্জনক।
জে.এস/
খবরটি শেয়ার করুন