সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান *** গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে 'তুলনা' করলেন ফরাসি রাষ্ট্রদূত *** শ্রীলঙ্কাকে উড়িয়ে সমতায় ফিরল বাংলাদেশ *** বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভেঙে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণকাজের উদ্বোধন কাল *** শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ *** মোসাদের হয়ে কাজ করতেন যৌন অপরাধী এপস্টেইন: কার্লসন *** মিয়ানমারে উলফার ক্যাম্পে ভারতের ড্রোন হামলার অভিযোগ, প্রতিশোধের হুমকি সংগঠনটির *** যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই *** নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ আওয়ামী লীগেরই *** ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, বেঁচে যান অল্পের জন্য

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে 'তুলনা' করলেন ফরাসি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। ছবি: সংগৃহীত

২৩৬ বছর আগে প্যারিসের জনগণ সেখানকার রাজনৈতিক কারাগার বাস্তিল দুর্গের পতন ঘটান, যা তখন রাজতন্ত্রের প্রতীক ছিল। বাংলাদেশের মানুষ এক বছর আগে গণভবন দখল করেন, যা ঘৃণিত শাসনব্যবস্থার প্রতীক। যে কারণে এখানকার মানুষ লড়ছেন, তার প্রয়োজনীয়তা ফরাসিরা বোঝেন।

আজ রোববার (১৩ই জুলাই) ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে দেশটির দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এসব কথা বলেন।

আগামী ৫ই আগস্ট গণভবন পতনের এক বছর হতে যাচ্ছে—এটা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের কঠিন পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি। অবশ্যই এর সঙ্গে ন্যায়বিচারও থাকতে হবে।’

গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ করে’ গত ৫ই আগস্ট সরকারি বাসভবন গণভবন ছেড়ে দিল্লি চলে যান। বাস্তিল দুর্গের পতন ঘটে ১৭৮৯ সালের ১৪ই জুলাই। ফ্রান্সে ১৭৮৯ সাল থেকে গণতন্ত্র সংহত হতে প্রায় ১০০ বছর লেগেছে—এ তথ্য জানিয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ আরও দ্রুত গণতন্ত্র অর্জন করবে।

ম্যারি মাসদুপুই বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে, তাতে অনেক বাধা আসবে। সাহস ও দৃঢ়প্রত্যয় থাকলে বাধাগুলো কাটিয়ে ওঠা যাবে। তবে এ ক্রান্তিকালে ধৈর্যের দরকার হবে। রাষ্ট্রদূত দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া দেশি-বিদেশি কূটনীতিক, নেতৃস্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ অনুষ্ঠানে যোগ দেন।

গণভবন ম্যারি মাসদুপুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন