সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার *** ১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ *** পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর... *** সাগরে লঘুচাপ, কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল *** যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান পুনর্বিবেচনার আহ্বান মহিলা পরিষদের *** নাশকতার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি *** আনিসুল ইসলাম, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের *** যৌক্তিক কারণ দেখাতে পারলে ব্যাংক একীভূতের বিষয়টি পর্যালোচনা করা হবে: গভর্নর *** ট্রাম্প–নেতানিয়াহুর বৈঠকে কী গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে *** দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা

দেশে প্রথমবার অনুষ্ঠিত হবে ম্যাংগো ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ১৮ই ও ১৯ই জুলাই নওগাঁর সাপাহার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে।

আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ—এই স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়  এই আম উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে থাকবে আম বিক্রয় ও প্রদর্শনীসহ বিভিন্ন স্টল। ক্রেতারা বিশেষ ছাড়ে আম কিনতে পারবেন। মেলায় থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিস, যার মাধ্যমে দেশ-বিদেশে আম পাঠানো যাবে। থাকবে আম দিয়ে তৈরি খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল ও অনলাইন সরবরাহকারীর তথ্যসমৃদ্ধ স্টল।

উৎসব সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে সারা বছর শিল্পকারখানা চলতে পারে। অথচ চাষিরা এখনো ন্যায্য দাম থেকে বঞ্চিত। এই উৎসবের মাধ্যমে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য আমাদের।

ফেস্টিভ্যালে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য ২দিনব্যাপী প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হবে। প্রশিক্ষণে আমের রোগবালাই প্রতিরোধ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আম রপ্তানি এবং বাজার সম্প্রসারণ নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা।

দেশে প্রথমবারের মতো ম্যাংগো ফেস্টিভ্যাল সফল হলে সাপাহারের আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাবে- সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা করছেন।

টিএ/

আম ম্যাংগো ফেস্টিভ্যাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন