মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দী সাংবাদিকদের জামিন চেয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি *** মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে *** ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার *** ১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ *** পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর... *** সাগরে লঘুচাপ, কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল *** যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান পুনর্বিবেচনার আহ্বান মহিলা পরিষদের *** নাশকতার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি *** আনিসুল ইসলাম, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের *** যৌক্তিক কারণ দেখাতে পারলে ব্যাংক একীভূতের বিষয়টি পর্যালোচনা করা হবে: গভর্নর

পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারা বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের বাড়ির কাছে গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় রাশিয়ার পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

ব্রিটেন-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ৫৩ বছর বয়সী স্তারোভোইত আজ সোমবার (৭ই জুলাই) বরখাস্ত হন। এর আগে রাশিয়ার জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ইউক্রেনের ড্রোন হামলার আশঙ্কায় গত শনিবার (৫ই জুলাই) থেকে রাশিয়াজুড়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল ও প্রায় ২ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ বিশৃঙ্খলার জন্য মন্ত্রী হিসেবে স্তারোভোইতকেই দায়ী করা হয়েছে।

মস্কোর ওদিনৎসোভো জেলায় নিজ বাড়ির কাছে গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় স্তারোভোইতের মরদেহ পাওয়া যায়। তার ব্যবহৃত মাকারোভ পিস্তলটি ২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন বলেও জানা যায়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুস্থান ঘিরে তদন্ত চলছে এবং আপাতত আত্মহত্যাকেই প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে মৃত্যু কখন হয়েছে, তা স্পষ্ট নয়। রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ জানিয়েছেন, স্তারোভোইতের মৃত্যু অনেক আগেই হয়ে থাকতে পারে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।

২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্তারোভোইত পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। গত বছর সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ইউক্রেনের হামলা শুরু করার কিছুদিনের মধ্যেই তাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুরস্ক সীমান্ত প্রতিরক্ষার জন্য বরাদ্দ এক বিলিয়ন রুবল অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। তার স্থলাভিষিক্ত আলেক্সেই স্মিরনভ এ বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনিও গত এপ্রিলে গ্রেপ্তার হন।

রুশ মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন