মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দী সাংবাদিকদের জামিন চেয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি *** মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে *** ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার *** ১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ *** পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর... *** সাগরে লঘুচাপ, কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল *** যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান পুনর্বিবেচনার আহ্বান মহিলা পরিষদের *** নাশকতার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি *** আনিসুল ইসলাম, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের *** যৌক্তিক কারণ দেখাতে পারলে ব্যাংক একীভূতের বিষয়টি পর্যালোচনা করা হবে: গভর্নর

ট্রাম্প–নেতানিয়াহুর বৈঠকে কী গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আজ সোমবার (৭ই জুলাই) আমেরিকার ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এ সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। কাতারের দোহায় গতকাল রোববার (৬ই জুলাই) শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়েছেন ইসরায়েলি আলোচকরা। 

এরই মধ্যে ইসরায়েল যেসব শর্ত মেনে নিয়েছে, সেগুলোর আলোকে একটি যুদ্ধবিরতি চুক্তি করার বিষয়ে আলোচকদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ওয়াশিংটনের উদ্দেশে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে নেতানিয়াহু এ কথা জানান।

নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা এসব ফলাফলকে এগিয়ে নিতে সহায়ক হবে।’ সেই সঙ্গে গাজায় থাকা জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে আসা ঝুঁকি মোকাবিলায় তার সংকল্প পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসেন। এরপর থেকে গত প্রায় ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু।

ট্রাম্পের প্রত্যাশা, এ সপ্তাহে একটি জিম্মি প্রত্যাবর্তন ও যুদ্ধবিরতি চুক্তি সই করা সম্ভব হবে। এ চুক্তির আলোকে গাজায় জিম্মি থাকা ‘অল্প কয়েকজনকে’ মুক্ত করে আনা সম্ভব হবে।

নিউ জার্সিতে সপ্তাহান্তে গলফ খেলা শেষে ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এ সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার ভালো সুযোগ রয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন