ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি এ অভিনেতার নতুন দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এটি ইতোমধ্যে অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা মোশন পোস্টারে সেনাবাহিনীর পোশাকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত এক লুকে দেখা যায় বলিউড ভাইজানকে, যার হাতে ছিল কাঁটাতারের লাঠি। পোস্টারে লেখা ছিল, ‘১৫ হাজার ফুট উচ্চতায় রক্ত, কাঁটা ও দেশপ্রেম। আধুনিক ভারতের সবচেয়ে শক্তিশালী গল্পের জন্য প্রস্তুত সালমান খান।’
বলিউড বাবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী আগস্টে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এর প্রথম পর্যায়ের শুটিং হবে লাদাখে, এরপর পর্যায়ক্রমে মুম্বাই ও কাশ্মীরে ছবিটির শুটিং সম্পন্ন হবে। জানা গেছে, এ জন্য নির্মাতা ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
‘ব্যাটল অব গালওয়ান’ ২০২০ সালের জুনে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘটিত গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে। ১৫ হাজার ফুট উচ্চতায় সংঘটিত সেই মারাত্মক সংঘর্ষ চার দশকের মধ্যে সবচেয়ে তীব্র সীমান্ত লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। অবাক করার বিষয় হলো, শুধু দ্বিপক্ষীয় চুক্তির কারণে এ সংঘর্ষে একটিও গুলি চালানো হয়নি।
ছবিটির মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের বিরল অধ্যায় তুলে ধরা হবে। নির্মাতার দাবি, এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, বরং চরম ভৌগোলিক ও আবহাওয়াগত প্রতিকূলতার মধ্যে দেশের সেবায় নিয়োজিত সেনাবাহিনীর জীবনসংগ্রামের বাস্তবচিত্র এখানে তুলে ধরা হবে। এমনটাই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন