ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। আজ সোমবার (৭ই জুলাই) বেলা ১১টায় জেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সায়েম আকনের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতির পটপরিবর্তনের পর সায়েম আকন 'বিএনপির নাম ভাঙিয়ে' ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদে বসেন। অথচ, তিনি আওয়ামী লীগের আমলে 'ফ্যাসিস্টের সহযোগী' ছিলেন।
তাদের অভিযোগ, সায়েম সভাপতি হওয়ার পর ওই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিদ্যালয়ের মাঠে বালি ফেলার জন্য দুই লাখ টাকা বরাদ্দ এলে মাত্র ৭০ হাজার টাকার বালি ফেলে বাকি টাকা তিনি আত্মসাৎ করেন। গত মে মাসে বিদ্যালয়ের রাস্তার জন্য এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ এলে রাস্তায় তিনি কোনো কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেন। চারদিন আগে বিদ্যালয়ের গাছের কাঠাল তিনি নিজের বাড়িতে নিয়ে নেন।
মানববন্ধনে উপজেলা যুবদলের নেতা এম এ সবুর বলেন, জুলাই বিপ্লবের পর সায়েম আকন উপজেলা ছাত্রলীগের নেত্রী রিয়াকে নিয়ে জন্মদিনের কেক কাটার ভিডিওতে 'ভাইরাল' হন। বিষয়টি স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দেয়। প্রশাসনের কাছে অনতিবিলম্বে তাকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানান এ যুবদল নেতা। মানববন্ধনে ছাত্রদল নেতা গোলাম আযমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সায়েম আকনকে অবিলম্বে সভাপতির পদ থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সায়েম আকন স্থানীয় সাংবাদিকদের বলেন, 'আমার দলের (বিএনপি) একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারাই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।'
খবরটি শেয়ার করুন