বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

মদের কারণেই প্রথম স্ত্রী ছেড়ে চলে যায়-জানালেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করতেই জাভেদ আখতার জানান মদের অভ্যাসই প্রাক্তন স্ত্রী হানি ইরানির সঙ্গে বিবাহবিচ্ছেদের নেপথ্যের কারণ। জীবনের একটা সময় যে বড় ভুল করেছেন মদের জন্য তা অকপটে স্বীকার করেছেন বলিউডের বর্ষীয়ান এই গীতিকার।

১৯৭২ সালে চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেন জাভেদ। কিন্তু ১১ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। হানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের অবনতির নেপথ্যে নিজের সুরাপানের আসক্তিকে দায়ী করেছেন জাভেদ। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ২০ বছর বয়সে আমি মদ্যপান শুরু করি। ৪২ বছর বয়সে সেই অভ্যাসে ইতি টানি। প্রতিদিন এক বোতল মদ শেষ করতাম। কারণ উর্দু কবিদের মধ্যে এই অভ্যাসের প্রচলন ছিল। আর আমিও সেটা অনুসরণ করতাম। এখন বুঝি ভুল করেছিলাম। 

আরো পড়ুন: ছয় কোটির গাড়ি ফেলে সাইকেলে শুটিং সেটে কার্তিক!

জাভেদ আরও জানান, মদ্যপানের পর নিজের উপর তার আর নিয়ন্ত্রণ থাকত না। তাঁর কথায়, মদ্যপানের পর আমি তখন অন্য মানুষ। খারাপ ভাষায় কথা বলতাম। হানির সঙ্গে বৈবাহিক সম্পর্কেও সেটা প্রভাব ফেলেছিল। জাভেদের মতে, তিনি যদি মদ্যপানে আসক্ত না হতেন তা হলে হানির সঙ্গে তার সম্পর্ক অন্য রকম হতো।  

পরে ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। তবে এখনও তিনি হানির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই চলেছেন। হানি ও জাভেদের সন্তান ফারহান আখতার ও জোয়া আখতার। জাভেদ জানান, শাবানাকেও একটা সময় পর্যন্ত তার মদ্যপ সত্তাকে ‘সহ্য’ করতে হয়েছে। পরবর্তী সময়ে সুস্থ জীবনযাপনের জন্যই মদ্যপানকে বিদায় জানান জাভেদ।

এসি/ আই. কে. জে/ 

 

মদ জাভেদ আখতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন