বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামীকাল বুধবার (২৩শে জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২১শে জুলাই) নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে।’

তবে আলোচনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতি ও শুক্রবার দু'দিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি-পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

জে.এস/

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন