বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

ভদকা পান করে ১৪ বিরোধী নেতাকে মুক্তি দেন বেলারুশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানী মিনস্কে বেলারুশ ও আমেরিকার মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগের উপ-প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পলিটিকো-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে কোল জানান, গত মাসে মিনস্কে হওয়া উচ্চপর্যায়ের ওই আলোচনায় অংশ নিয়ে তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভদকা পানের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এই ‘অসাধারণ কূটনৈতিক পন্থা’ অবলম্বনের ফলেই ১৪ জন বিরোধী নেতার মুক্তি সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি।

কোল বলেন, ‘আমি দুটো শট নিয়েছিলাম। বমি করিনি, তবে তৃতীয়টা আর নিতে পারিনি।’ রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে, জন কোলের এই অপ্রচলিত কূটনীতির ফলেই বেলারুশ সরকার বিরোধী নেতাদের মুক্তি দেয়। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে ছিলেন সের্গেই তিখানোভস্কির মতো গুরুত্বপূর্ণ বিরোধী নেতা। মুক্তি পাওয়ার পরপরই তিনি অবশ্য লিথুয়ানিয়ায় চলে গেছেন।

এই বিষয়ে বেলারুশের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধে এবং পরিবারের কথা ভেবে মানবিক বিবেচনায় ওই বন্দীদের ক্ষমা করেছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। আলোচনায় শুধু মুক্তি নয়, আমেরিকা-বেলারুশ সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আলোচিত মধ্যাহ্নভোজ সম্পর্কে জানা গেছে, এটি অনুষ্ঠিত হয়েছিল বন্ধ কক্ষে। তবে বেলারুশের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আমেরিকার প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, কোলকে জড়িয়ে ধরছেন এবং অন্যদের কাঁধে হাত রাখছেন।

পলিটিকো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতরা অনেক সময়ই বিভিন্ন দেশের পররাষ্ট্র দপ্তরের ঐতিহ্যবাহী প্রটোকল এড়িয়ে অপ্রচলিতভাবে সরাসরি কূটনীতি চালিয়ে থাকেন। তবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ওই বৈঠক এমন এক সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন মস্কোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চাইছে।

বৈঠক প্রসঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, ‘এটি কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত নয়। আমরা কারও কাছে মাথা নত করিনি। এটা ছিল পারস্পরিক শ্রদ্ধার আলোচনা।’

ডোনাল্ড ট্রাম্প মার্কিন কূটনীতিক বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন