মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের সুখবর দিল এফএও *** তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ *** জি এম কাদেরের দেওয়া ‘অব্যাহতির সিদ্ধান্ত’ মানেন না আনিসুল-রুহুল-চুন্নু *** পদ্মা ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়ছে *** সিরিয়ায় ক্ষমতাসীন এইচটিএস গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে আমেরিকা *** দক্ষিণ এশিয়ার নতুন আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে *** এসএসসির ফলাফল প্রকাশ বৃহস্পতিবার *** আমেরিকার সঙ্গে আলোচনা চলছে, শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার *** হিমাচলে কুকুরের কান্না যেভাবে ৬৭ জনের প্রাণ বাঁচাল *** নবজাতকদের ম্যালেরিয়ার চিকিৎসায় সুখবর, অনুমোদন পেল স্বতন্ত্র ওষুধ

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচকে অঘোষিত ফাইনাল মনে করে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের মধ্যে ১-১ সমতায় থাকায় এই ম্যাচ নিয়ে দুই দলই সিরিজ জয়ের চিন্তায় মগ্ন।

শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।

সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগার বাহিনী।

দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।

পাল্লেকেলেতে আজ মঙ্গলবার (৮ই জুলাই) ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।

চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

টিএ/

বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন