লিওনেল মেসির পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। ছবি: এএফপি
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক ও কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রোববার (৬ই জুলাই) ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এ ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে, তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তার দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এ গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত।
জে.এস/
খবরটি শেয়ার করুন