সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি *** আনিসুল ইসলাম, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের *** যৌক্তিক কারণ দেখাতে পারলে ব্যাংক একীভূতের বিষয়টি পর্যালোচনা করা হবে: গভর্নর *** ট্রাম্প–নেতানিয়াহুর বৈঠকে কী গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে *** দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা *** ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা *** জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী *** ই-কমার্স ধামাকা শপিংয়ের চেয়ারম্যান কারাগারে *** গণঅভ্যুত্থানের তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো সন্ধ্যায় *** উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ভারতকে বেকায়দায় ফেলতে ইংল্যান্ডের এবার আরেক ‘অস্ত্র’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দলে গাস অ্যাটকিনসন। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের হয়ে গত দুই বছরে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে গাস অ্যাটকিনসনের। তবে সীমিত ওভারের ক্রিকেটের তুলনায় টেস্টে তিনি বেশ কার্যকরী। পরিসংখ্যানই তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তরুণ পেসারকে নিল ইংল্যান্ড।

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন অ্যাটকিনসন। এজবাস্টনে গতকাল রোববার (৬ই জুলাই) সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ভরাডুবির পর তরুণ পেসারকে নেওয়ার কথা জানিয়েছে ইংল্যান্ড। লর্ডসে ১০ই জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট।

সিরিজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে এখন ১৬ ক্রিকেটার। যাদের মধ্যে পেস বোলারই ৮ জন। অ্যাটকিনসন, জশ টাং, ব্রাইডন কার্স, স্যাম কুক, জফরা আর্চার—স্বীকৃত পাঁচ পেসারের সঙ্গে আছেন তিন পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস ও জেমি ওভারটন।

২০২৩ সালে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু অ্যাটকিনসনের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এখন পর্যন্ত ২৭ ম্যাচে নিয়েছেন ৭৪ উইকেট। যার মধ্যে টেস্টই খেলেছেন বেশি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১২ ম্যাচে ২২.৩০ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট। লর্ডসে গত বছর অভিষেক টেস্টে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৬ রানে ১২ উইকেট নিয়েছিলেন ইংলিশ এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাটকিনসন সবশেষ খেলেছেন এ বছরের মে মাসে ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। এ টেস্টেই তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেছেন। হেডিংলি ও এজবাস্টনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও খেলা হয়নি ২৭ বছর বয়সী এ ইংলিশ পেসারের।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে ভিড়িয়েছিল জফরা আর্চারকে। কিন্তু ভারতের বিপক্ষে এ টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলায় সুযোগ হয়নি আর্চারের। অন্যদিকে ভারত এজবাস্টনে তিন পরিবর্তন নিয়ে খেলেছে। জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর ও সাই সুদর্শনের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ ও নিতীশ কুমার রেড্ডি।

ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে ভারত। লর্ডসে তৃতীয় টেস্টের একাদশে ইংল্যান্ড পরিবর্তন আনে কিনা, সেটাই এখন দেখার। সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।

গাস অ্যাটকিনসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন