সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার *** ১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ *** পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর... *** সাগরে লঘুচাপ, কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল *** যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান পুনর্বিবেচনার আহ্বান মহিলা পরিষদের *** নাশকতার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি *** আনিসুল ইসলাম, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের *** যৌক্তিক কারণ দেখাতে পারলে ব্যাংক একীভূতের বিষয়টি পর্যালোচনা করা হবে: গভর্নর *** ট্রাম্প–নেতানিয়াহুর বৈঠকে কী গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে *** দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা

সংকুচিত হচ্ছে পর্যটনের দরজা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: বিবিসি বাংলা

বাংলাদেশ থেকে পর্যটন ভিসায় সবচেয়ে বেশি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে যেতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের ভিসা বন্ধ হয়ে যায়। অনেকের আগ্রহের দেশ ছিল থাইল্যান্ড। থাইল্যান্ডও বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। থাইল্যান্ডে আগে তিন-চারদিনে ভিসা পাওয়া যেত। আমেরিকা, কানাডা, ইউরোপের দেশ ভ্রমণকারীদের আবেদনও রিজেক্ট হয়ে যাচ্ছে। অনেককে ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশিদের পর্যটনের আরেক জনপ্রিয় দেশ দুবাই, সেখানেও বেশ কিছুদিন বন্ধ রাখার পর এখন সীমিত আকারে ভিসা চালু করেছে। তা ভ্রমণপ্রিয়দের প্রত্যাশা মেটাতে পারছে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য আগ্রহের জায়গা উজবেকিস্তান, হঠাৎ করেই ইলেকট্রনিক ভিসা ইস্যুর তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে দেশটি।

ইন্দোনেশিয়ার বালি বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পর্যটকরা খুব সহজেই এখানে যেতে পারেন। বেশিরভাগ দেশের নাগরিকই অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান। বাংলাদেশিদের জন্যও তাই ছিল। কিন্তু এখন নেই সুযোগ নেই।

আরও খারাপ অবস্থা আরেক পর্যটকের আকর্ষণীয় দেশ কম্বোডিয়ার। প্রায়ই বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যাওয়ার তালিকায় থাকে কম্বোডিয়ার সিয়েম-রিপ। সব দেশের সহজ প্রবেশাধিকার থাকলেও বাংলাদেশিদের বেলায় হাজার নিয়মকানুন জারি করে রেখেছে দেশটি। কম্বোডিয়ায় বাংলাদেশিদের প্রবেশ করতে হলে পার হতে হয় এক দীর্ঘ প্রক্রিয়া।

পাশের আরেকটি দেশ ভিয়েতনামে ঘুরতে যেতেন অনেক বাংলাদেশি। বেড়ানোর জন্য সুন্দর ও খরচ আয়ত্তের মধ্যে থাকায় অনেকে যেতেন। কিন্তু গত জানুয়ারিতে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম।

ছোট ছোট দেশও এখন অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিদের ভিসা দিতে দীর্ঘসূত্রতায় ফেলছে অনেক দেশ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও দিতে চায় না ট্যুরিস্ট ভিসা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়তি কড়াকড়ি চলছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) বলছে, বিভিন্ন দেশ থেকে ভিসা না পাওয়ার জন্য বাংলাদেশের ‘আউটব্রাউন্ড ট্যুরিজম’ ব্যাহত হচ্ছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরির পাশাপাশি দুবাই, উজবেকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, ওমান এবং কাতারের ভিসা এখন পাওয়া যাচ্ছে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভিসা নিয়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এর জন্য এ দেশের পর্যটকরা দায়ী। বাংলাদেশিদের অপরাধপ্রবণতাও একটি কারণ। মুসলিম দেশ ইন্দোনেশিয়া বাংলাদেশের সব বিষয়ে পাশে আছে। কিন্তু গত তিন বছর তারা অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে। কারণ, মানব পাচারকারীরা অস্ট্রেলিয়া পাঠাতে ইন্দোনেশিয়াকে রুট হিসেবে ব্যবহার করছিলেন।  

ভিয়েতনাম গিয়েও বাংলাদেশিদের না ফেরার অভিযোগ রয়েছে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে মেয়াদ শেষ হলেও অনেকে ফেরেননি, তাদের মধ্যে কেউ কেউ সেখানে কাজ করছেন এবং কেউ অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এ কারণে ভিয়েতনাম কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

হঠাৎ করে বিশ্বে বাংলাদেশিদের জন্য সংকুচিত হচ্ছে পর্যটকদের দরজা। এভাবে চললে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে এ বিষয়ে জোড়ালো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে অভিজ্ঞরা মনে করেন।

বাংলাদেশি পর্যটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন