শনিবার, ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ *** হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে: ট্রাম্প *** চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে দুজন শিক্ষার্থী আজ ছুটি পাচ্ছে *** আমরা রাতের বেলায় কিছু করতে চাই না: সিইসি *** ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া *** আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল *** গাজায় নারীদের জন্য ‘মায়াকান্না’ নেতানিয়াহুর *** টাঙ্গাইলের মধুপুরে কাঁঠালের বাম্পার ফলন

এবার পর্দায় বক্সার হিসেবে ফিরছেন সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘ইউফোরিয়া’ এবং ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করা অভিনেত্রী সিডনি সুইনি এবার ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হতে চলেছেন। ১৯৯০-এর দশকের বিখ্যাত নারী বক্সার ক্রিস্টি মার্টিন, যিনি নারীদের বক্সিংকে মূলধারার খেলায় প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই নারী বক্সারের জীবনী নিয়ে তৈরি সিনেমার মাধ্যমে ভিন্নরূপে এবার পর্দায় হাজির হচ্ছেন আমেরিকান এ অভিনেত্রী। 

‘প্যারেড ম্যাগাজিন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন বায়োপিক ‘ক্রিস্টি’-তে সুইনির রূপান্তর ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। সদ্য এ ছবির একটি দৃশ্য প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে বক্সিং গ্লাভস পরে, মাউথগার্ড মুখে, সাদা ট্যাঙ্ক টপ এবং শর্টস পরিহিত অবস্থায় দেখা গেছে। দৃশ্যে তার কুচকুচে কালো কোঁকড়ানো চুল এবং তীক্ষ্ণ দৃষ্টি চরিত্রটির কঠোর মানসিকতা ও শারীরিক দৃঢ়তাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে।

সামাজিক মাধ্যমে অভিনেত্রীর এমন লুক ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেউ কেউ সিডনির উদ্দেশ্যে ‘ভবিষ্যতের অস্কারজয়ী’ বলেও মন্তব্য করেছেন। কেউ আবার ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ কেউ তার এ রূপান্তরকে রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন।

ছবিটি পরিচালনায় আছেন ডেডিড মিচোড। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে এটি আত্মপ্রকাশ করবে। এ বায়োপিকে সুইনির পাশাপাশি অভিনয় করেছেন মেরিট ওয়েভার, কেটি ও’ব্রায়ান, বেন ফস্টার এবং ইথান এমব্রি।

উল্লেখ্য, ‘ক্রিস্টি’ চলচ্চিত্রটি বাস্তব জীবনের বক্সার ক্রিস্টি মার্টিন-এর জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এ নারী বক্সার ‘কয়লা খনির মেয়ে’ নামে পরিচিত ছিলেন। ছবিতে ক্রিস মার্টিনের শিক্ষকতা পেশা থেকে বক্সিং রিংয়ে ওঠা, সাফল্যের শিখরে পৌঁছানো এবং পরবর্তীকালে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার মর্মান্তিক গল্প তুলে ধরা হয়েছে।

জে.এস/

হলিউড হলিউড অভিনেত্রী সিডনি সুইনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন