রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল *** জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী *** মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না: বদিউল আলম মজুমদার *** মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা *** জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার *** গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা *** জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে রোববার *** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম আসার পর মানসম্মত সিনেমা-সিরিজ-তথ্যচিত্রের নির্মাণ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অশ্লীল কনটেন্ট তৈরির মাত্রাও। অশ্লীলতার অভিযোগে সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। এর মধ্যে রয়েছে অল্টবালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। খবর ইন্ডিয়া টুডের।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষিদ্ধ হওয়া এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল, যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।

ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকসেস যেন কারো কাছে না থাকে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। এসব কনটেন্টে গল্প কিংবা কোনো বার্তা প্রায় থাকে না বললেই চলে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওয়েব কনটেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এর আগেও উঠেছিল একাধিকবার। অনেক কনটেন্ট নিষিদ্ধ করা হয়। সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে উল্লুতে প্রচারিত ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি ওয়েব সিরিজ সরানো হয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।

গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রুলস, ২০২১ মেনে চলতে। গত বছরের সেপ্টেম্বরে এ ২৫টি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল। তবুও তারা অশ্লীল কনটেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

জে.এস/

ভারত নিষিদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন