ছবি: সংগৃহীত
বলিউডে একটি ধারণা রয়েছে যে, তারকার সন্তান হলে তিনি মিডিয়ায় অগ্রাধিকার পান। কিন্তু এ ধারণাও অনেক সময় ভুল প্রমাণিত হয়। মাঝে-মধ্যে তারকা সন্তানদেরও সম্মুখীন হতে হয় নানা সমস্যার। সে রকমই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন স্বনামধন্য কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে জেমি লিভার। তার অভিযোগ, একটি আন্তর্জাতিক প্রজেক্টে অডিশন দিতে গিয়ে তাকে নগ্ন হতে বলা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
জেমি লিভার জানান, ‘একটি চরিত্রের জন্য তিনি অনলাইনে অডিশন দিচ্ছিলেন। তাকে বলা হয়েছিল, সেটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট। সেখানে তার চরিত্রটি হবে অত্যন্ত বোল্ড। অডিশন চলাকালীন তাকে বলা হয়, মনে করুন আপনার সামনে একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ বসে আছেন। আর আপনি তার মন ভোলানোর চেষ্টা করছেন।’ এ ছাড়া তাকে চরিত্রের স্বার্থে অডিশনে নগ্ন হওয়ার কথাও বলা হয়। এটা শোনার পরই খটকা লাগে জেমির। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি স্বাছ্যন্দবোধ করছেন না। তার মনে হয়, এটা বড়সড় ফাঁদও হতে পারে।’
জেমি বলেন, ‘আমাকে জানানো হয়েছিল যে, ভিডিও কলেই সব নির্ধারণ হবে। কিন্তু আমাকে কোনও স্ক্রিপ্ট পাঠানো হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল যে, তারা স্ক্রিপ্টে আরও কিছু পরিবর্তন করবেন, যা করা সম্ভব হয়নি। আমি ভিডিও কলে যোগ দেওয়ার জন্য সময় মতো লিঙ্কটি পেয়ে গিয়েছিলাম। তাতে জয়েনও করি। আমাকে বলা হয়েছিল ভিডিও কলে যিনি অডিশন নেবেন, তিনি ছবিরই পরিচালক।’
জেমি জানান, ‘তিনি সরাসরি কথা বলবেন, তিনি ভিডিও কলে আসার পর একবারের জন্য মুখ দেখাননি। বলেছিলেন, তিনি নাকি ট্রাভেল করছেন। এভাবেই হয়ত কত নারীরা ফাঁদে পড়েন। আমিও এবার এর অভিজ্ঞতা পেলাম। ওই লিঙ্কে ঢোকা আমার উচিতই হয়নি। আমি ভাগ্যজোরে ওই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছি।’
জে.এস/
খবরটি শেয়ার করুন