দেশে বর্ষা মৌসুমে মশার উৎপাত নতুন কিছু নয়। বর্ষাকালে বা বৃষ্টির পর উঠানে, ছাদে, ড্রেনের পাশে বা টবের নিচে জমে থাকা পানিতে দ্রুত জন্মাতে পারে মশার ‘লার্ভা’ বা শূককীট। তাই এ সময়টাতে মশারা দ্রুত বংশ বিস্তার করে।
বর্ষার সময়টাতে দেশজুড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ম্যালেরিয়া ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তবে বাড়ির আঙিনা বা ছাদ সবসময় পরিষ্কার রাখলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়।
বর্ষাকাল এলেই মশার উৎপাত যেন নিত্যদিনের সমস্যা। শহর হোক কিংবা গ্রাম, মশার কামড় কেবল অস্বস্তিই তৈরি করে না, ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ম্যালেরিয়া রোগের ঝুঁকি বাড়ায়। তবে মশা দূর করতে রাসায়নিক পণ্যই কি একমাত্র উপায়? মোটেই না। আমাদের চারপাশে এমন অনেক প্রাকৃতিক ও ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো সঠিকভাবে প্রয়োগ করলে মশার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।
লেবু ও লবঙ্গ
একটি লেবু মাঝখান থেকে কেটে তাতে কয়েকটি লবঙ্গ গেঁথে ফেলুন। তারপর সেটি ঘরের জানালা বা কোণায় রেখে দিন। লবঙ্গের তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না, ফলে এটি একটি সহজ ও নিরাপদ মশা তাড়ানোর কৌশল হিসেবে কাজ করে।
কর্পূর
কর্পূরের গন্ধ মশার জন্য অত্যন্ত অস্বস্তিকর। কর্পূরের ট্যাবলেট জ্বালিয়ে ঘরের কোণায় রাখলে বা কর্পূর মেশানো পানি রেখে দিলে মশা দূরে থাকে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে ঘুম হবে নিশ্চিন্ত।
নিম তেল
নিম তেল বহুদিন ধরেই প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকে সরাসরি লাগালে মশা কামড়াতে চায় না। আবার, নিম তেল ও পানি মিশিয়ে ঘরে স্প্রে করলেও মশা দূরে সরে যায়।
রসুনের স্প্রে
রসুন থেঁতলে পানির সঙ্গে মিশিয়ে তা স্প্রে করলে মশা দূরে থাকে। গন্ধ তীব্র হলেও এটি কার্যকর একটি পদ্ধতি। যারা রাসায়নিক স্প্রে এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি হতে পারে এক দুর্দান্ত বিকল্প।
মশা তাড়ানো গাছ
বাড়ির ছাদ, বারান্দা অথবা জানালার পাশে তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার বা গাঁদা ফুলের গাছ লাগান। এগুলোর গন্ধ মশা অপছন্দ করে। শুধু মশা তাড়াতে নয়, এই গাছগুলো আপনার ঘরের সৌন্দর্যও বাড়াবে।
পানি জমতে না দেয়া
বাড়ির আশপাশে বেশি পানি জমে থাকলে মশা বেশি হবে। ছাদের কোণে বৃষ্টির পানি জমছে কি না খেয়াল রাখুন। বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখবেন না। যদি রাখতেই হয়, ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন। বাগান, বারান্দা বা ছাদে কোনো খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন। ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতেও পানি জমতে দেয়া যাবে না।
মশার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সহজ ঘরোয়া উপায়গুলি মেনে চললে আপনার ও পরিবারের সদস্যদের বিভিন্ন রোগ ও ভাইরাস থেকে বেঁচে থাকা খুবই সহজ হবে।
টিএ/
খবরটি শেয়ার করুন