বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

নাইট ক্লাবে কেন নাচলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় নায়িকা  শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে একগুচ্ছ ছবি আছে তার হাতে। কাজের সূত্র ধরেই এবার মুম্বাই উড়াল দিলেন তিনি। সেখানেই এক রাতপার্টিতে উদ্দাম নেচে ভাইরাল হয়েছেন এ নায়িকা।

সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গে গণমাধ্যম জানাচ্ছে, মুম্বাইতে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই ফাকেই নাইটক্লাবে হাজির হলেন পার্টি করতে। সেখানেই মাস্তি করলেন তিনি।

এমনিতে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীকে নিয়ে কম ট্রল হয় না। মূলত, একাধিক বিয়ে ও প্রেম নিয়ে নিয়মিত কটাক্ষের শিকার হন তিনি। তাই নাচের ভিডিও ভাইরাল হতেই সেই নেতিবাচক মন্তব্য করার সুযোগ হাতছাড়া করেননি নেটাগরিকরা।

এদিকে জানা গেছে, মুম্বাইয়ের কাজ শেষ করে শিগগিরই কলকাতায় ফিরে যাবেন শ্রাবন্তী। নিজ শহরে ফেরার পরও তার ব্যস্ততা বহাল থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি। সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও দশ দিন। পুজার আগে টলিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বেশ বোঝা যাচ্ছে।

অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী। কোনোরকম ঘাটতি রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতোমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করেছেন ময়দানে।

শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণও নিচ্ছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরণ শিখতে হচ্ছে তাকে।

ওআ/

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন