বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

শিল্পকলায় জামদানি উৎসব শুরু আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

জামদানি বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। জামদানির ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং তাঁতিদের জামদানি বয়নে সহযোগিতা করে আসছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। পিকেএসএফের সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংকের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পে (এসইপি) আওতায় সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এ কার্যক্রম চালিয়ে আসছে। দেশের জামদানির ঐতিহ্যকে তুলে ধরতে আজ থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হতে যাচ্ছে ১১ দিনের জামদানি উত্সব ‘অনন্য বয়নে জামদানি উৎসব’।

এ উৎসবে ২৫টি উন্নতমানের জামদানি শাড়ি ও অন্যান্য সামগ্রী ছাড়াও বিভিন্ন ইন্সটলেশনের মাধ্যমে উপস্থাপিত হবে বয়নপ্রক্রিয়া। পাশাপাশি জামদানির আদি নকশাকে সংরক্ষণের জন্য প্রকাশ করা হয়েছে ক্যাটালগ। এ ছাড়া প্রতিদিনই সন্ধ্যায় থাকছে অনুষ্ঠান। আজ বুধবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে এ উৎসবের। ২৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

এ উৎসব উপলক্ষে গত সোমবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান। জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি শিল্পী চন্দ্রশেখর দে ও সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান। কেন্দ্রের কর্মকর্তা আফরোজা বিনতে ইলিয়াস।

আরো পড়ুন: শিশু একাডেমিতে শুরু হচ্ছে সাঁতার প্রশিক্ষণ

সাইদা রোকসানা খান বলেন, স্পর্শকাতর এই শিল্পের স্থিতাবস্থা বজায় রাখতে পারাটাই হলো আজকের মূল চ্যালেঞ্জ। পূর্বসূরিদের কাছ থেকে বয়ননৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীরা কতটা আয়ত্ত করতে পারছেন, তার ওপরই নির্ভর করছে এই শিল্পপরম্পরা বজায় থাকা। সেবার লক্ষ্য কেবল জামদানিকে টিকিয়ে রাখা নয়, বরং জামদানির ঐতিহ্যকে তুলে ধরা এবং বয়নশিল্পীদের জীবনমানের টেকসই উন্নয়ন, বয়নশিল্পকে পরিবেশবান্ধব করা। আর এই ঐতিহ্যবাহী বয়নশিল্পকে কলুষিত হওয়া থেকে রক্ষা করা।

এম/


শিল্পকলা জামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন