বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

যে কারণে কটাক্ষের শিকার নুসরাত জাহান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: ইনস্টাগ্রাম

ঈদে খুশির মেজাজে সবাই। বাকি তারকাদের মতো টলিউড অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানও শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনে পোস্ট করেন খুশির ঈদের ছবি। সেই পোস্ট ঘিরেই বিপত্তি। অনেকেই নুসরাতের পোস্টের কমেন্ট বক্সে উড়ে আসে একের পর কটাক্ষ করছেন।

হালকা গোলাপি পোশাকে হাতে খাবারের প্লেট নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেন, ‘ঈদের সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই খাওয়া-দাওয়া। কিন্তু এই পোস্টের কারণে যে তাকে এতটা অসম্মানের মুখে পড়তে হবে, তা হয়তো নিজেও ভাবেননি নুসরাত।

একজন লিখেছেন, ‘তোর আবার কীসের ঈদ? মুসলিমের থেকে হিন্দু ধর্ম পছন্দ করিস, তোর আবার কীসের ঈদের দিন?’

আরেকজন লিখেছেন, ‘তোমার আবার ধর্ম কী? তুমি তো হিন্দুকে বিয়ে করেছ।’ অপর একজন লিখেছেন, ‘আর কতো কী দেখবো কে জানে। এরা সেলিব্রিটি হওয়ায় যা খুশি তাই করে। একদিকে ঈদ, আরেকদিকে দুর্গা পূজার অঞ্জলী।’- এরকম নানা মন্তব্য করা হয় নুসরাতের ঈদ পোস্টে।

যদিও এমন ঘটনা নুসরাতের সঙ্গে প্রথম ঘটেনি। এর আগে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কিংবা ইস্কনে রথের দড়িতে টান দেওয়া নিয়েও অভিনেত্রীকে তুলোধনা করা হয়েছে। একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। যদিও এসব নিয়ে কখনো মাথা ঘামাননি নুসরাত। তিনি বলেছিলেন, ‘আমি সৃষ্টিকর্তার মানবসন্তান। আমার কাছে সব ধর্মই সমান।’

তারপরও ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরাতের। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মাথায় সিঁদুর পরায় কটাক্ষের শিকার হয়েছিলেন। পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর যখন নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখনও তাকে নিয়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে। নুসরাতের সন্তানের বাবা কে? সেই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরে নুসরত তার সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর নাম নথিভুক্ত করান। নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন সময়েই যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নুসরাত।

এম/

আরো পড়ুন:

‘এবার ঈদের সেটাই পরম প্রাপ্তি’
 

নুসরাত জাহান. ঈদের দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন