শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

খালিপেটে কাঁচা কারিপাতা খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকেই রান্নায় কারিপাতা ব্যবহার করেন। তরকারিতে এই পাতার গন্ধ অনেকের কাছে ভালো লাগে। কিন্তু সব ক্ষেত্রেই কারিপাতা রান্নায় দেওয়া হয়। ধনেপাতার মতো কাঁচা খাবারে কারিপাতার ব্যবহার দেখা যায় না। পুষ্টিবিদরা বলছেন, কারিপাতা কাঁচা চিবিয়ে খাওয়ারও উপকার অনেক।

কারিপাতার নানা ঔষধী গুণ আছে। এতে ভিটামিন এ, বি, সি-এর মতো জরুরি পুষ্টিগুণ রয়েছে। এ ছাড়াও আছে ক্যালশিয়াম এবং আয়রনের মতো খনিজ। যা সুস্বাস্থ্যের জন্য জরুরি। প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের বিভিন্ন ওষুধেও কারিপাতার ব্যবহার রয়েছে।  সকালে খালিপেটে ৮-১০টি কারিপাতা চিবিয়ে খেলে যেসব উপকারিতা মেলে-

হজম: কারিপাতা হজমে সহায়ক এনজ়াইম ক্ষরণে সাহায্য করে। খালিপেটে কারিপাতা চিবিয়ে খেলে সারাদিনের জন্য তা অন্ত্রকে প্রস্তুত করে। এতে পেট ফাঁপা, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। 

ওজন কমায়: খালিপেটে কারিপাতা শরীরের বিপাকের হার ভালো রাখে। কারিপাতায় থাকা ফাইবার এবং অ্যালকালয়েড শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এসব টক্সিন বা দূষিত পদার্থ শরীরে মেদ জমিয়ে রাখার অন্যতম কারণ। তাই ওজন কমানোর ক্ষেত্রে এই অভ্যাস সহায়ক।

লিভারের জন্য ভালো: কারিপাতা শরীরকে দূষণ মুক্ত করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও এই অভ্যাস উপকারী। লিভারকে দূষণ মুক্ত করতে সাহায্য করে কারিপাতা।

হার্টের জন্য ভালো: খালিপেটে কারিপাতা চিবিয়ে খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি, কোলেস্টেরলের অক্সিডেশনের সম্ভাবনাও কমে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

উদ্বেগ কমায়: কারিপাতায় থাকা সুগন্ধ এবং এসেনসিয়াল অয়েল মনকে শান্ত রাখতে সহায়ক। এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে। স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায়।

চোখের স্বাস্থ্য: কারিপাতায় থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিনের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত কারিপাতা চিবিয়ে খেলে তা ক্যাটারাক্ট-সহ চোখের নানা সমস্যা দূর করতে পারে।

জে.এস/

খালিপেটে কাঁচা কারিপাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন