ছবি: সংগৃহীত
ভারতীয় পণ্যের ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলেছে, তারা ট্রাম্পের পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। খবর হিন্দুস্তান টাইমসের।
স্থানীয় সময় বুধবার (৩০শে জুলাই) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ১লা আগস্ট (শুক্রবার) থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় দেশটির বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন ট্রাম্প।
পরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এই পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে। কয়েক মাস ধরে ভারত ও আমেরিকা একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পরস্পর উপকৃত হয়, এমন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে। আমরা সেই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার নিজেদের ‘কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের কল্যাণ ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’ পাশাপাশি ব্রিটেনের সঙ্গে সম্প্রতি করা মুক্তবাণিজ্য চুক্তির কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, ব্রিটেনের সঙ্গে সম্প্রতি করা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিসহ অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যেমনটি নেওয়া হয়েছে।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ভারত যদিও আমাদের বন্ধু, তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বে সর্বোচ্চ। তারা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর ও জঘন্য অশুল্ক বাধা ব্যবহার করে।’
খবরটি শেয়ার করুন