শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

ভারত-যুক্তরাজ্য অংশীদারত্বের বিষয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত বুধবার জানান, তিনি ভারত-যুক্তরাজ্য অংশীদারত্বের বিষয়ে আত্মবিশ্বাসী। তৎকালীন ইউকে চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, ঋষি সুনাক, গত বছর সামিটের সময় ইউকে-ইন্ডিয়া অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে ছিলেন। তিনি তখন প্রথমবার তাঁর নিজস্ব ভারতীয় ঐতিহ্য এবং ব্রিটিশ ভারতীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারের কথা বলেন। 

ডাউনিং স্ট্রিট থেকে একটি বিবৃতিতে, ৪৩ বছর বয়সী এই নেতা বার্ষিক ইভেন্টটিকে নতুন বাণিজ্য সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি অনুঘটক হিসেবে বর্ণনা করেন।

ইউকে-ইন্ডিয়া সপ্তাহ, ২০২৩ শনিবার লন্ডনের নেহেরু সেন্টারে তরুণ নেতা ফোরামের উদ্যোগে শুরু হয়। লন্ডন এবং উইন্ডসরের ইভেন্টগুলোতে প্রযুক্তি এবং উদ্ভাবন থেকে অবকাঠামো এবং স্থায়িত্ব পর্যন্ত দ্বিপাক্ষিক বিষয়গুলোর উপরে আলোচনা হবে। এটি সামিট এবং ইউকে-ইন্ডিয়া অ্যাওয়ার্ডের পঞ্চম সংস্করণ। 

৫০ টি পৃথক সেশনে ১০টি নীতিগত ক্ষেত্র জুড়ে প্রযুক্তিগত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা এই নীতির ক্ষেত্রগুলোতে বিশদ খসড়া চুক্তি পাঠ্য আলোচনা অন্তর্ভুক্ত করে।

ভারত এবং যুক্তরাজ্য গত বছরের জানুয়ারি থেকে একটি এফটিএ নিয়ে আলোচনা করছে, যা ২০২২ সালের আনুমানিক ৩৪০ কোটি জিবিপি মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্থান এবং অর্থনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে, যুক্তরাজ্য এবং ভারতের ঘনিষ্ঠ এবং গভীর সম্পর্ক স্থাপন করা আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ পরিপ্রেক্ষিতে আইজিএফ কাজ করে যাচ্ছে এবং আইজিএফ এর কাজের স্বীকৃতি প্রদান করার জন্য ঋষি সুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন আইজিএফ প্রতিষ্ঠাতা অধ্যাপক মনোজ লাডওয়া।


আই. কে. জে/


ভারত-যুক্তরাজ্য অংশীদারত্বের বিষয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন