বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়, পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। একই সাথে এই ম্যাচে ২টি গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন নেইমার জুনিয়র। 

এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নেইমারের গোলসংখ্যা ছিল ৭৭টি, যা পেলের মোট আন্তর্জাতিক ফুটবল ম্যাচের গোল সংখ্যার সমান। পেলে ৯২ টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন। তবে বলিভিয়ার বিপক্ষে ২টি গোল করায় এখন আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৭৯টি। 

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের এই ফুটবল ম্যাচে, খেলার প্রথমার্ধে ২৪ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দেন রুদ্রিগো। বিরতির পর খেলার ৪৭ মিনিটের মাথায় রাফিনহা, ৫৩ মিনিটের মাথায় আবারো রুদ্রিগো এবং ৬১ মিনিটের মাথায় নেইমার জুনিয়র গোল করে ব্রাজিলকে ৪-০ তে এগিয়ে দেন। 

এদিকে শেষ সময়ে এসে ৭৮ মিনিটের মাথায় ভিক্টর অ্যাবরেগো গোল করে ব্রাজিলের সাথে বলিভিয়ার ব্যবধান কমান। তবে এরপর আর গোলের দেখা পায়নি বলিভিয়ানরা। খেলার অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটের মাথায় আবারো নেইমার গোল করে ৫-১ ব্যবধানে ব্রাজিলের জয় সুনিশ্চিত করেন। 

এম.এস.এইচ/ 

নেইমার ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন