শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত

বক্সিংয়ে সেনাবাহিনীর আধিপত্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন। স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ বুধবার (৩০শে জুলাই) মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।

পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।

৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।

৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।

মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।

আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে আমেরিকা প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250