মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

প্রেমের টানে গাজীপুরে আসলেন মালয়েশিয়ান তরুণী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেমের টানে গাজীপুরের কাপাসিয়ায় এসেছেন মালয়েশিয়ান এক তরুণী। তার নাম আতিয়া বিনতে আব্দুল্লাহ (২২)।

ভালোবেসে তিনি বিয়ে করেছেন উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের মোহন বন্দুকসীকে (৩০)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। মালয়েশিয়ান তরুণীর সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী। প্রায় এক যুগ মালয়েশিয়ায় ছিলেন। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আতিয়া বিনতে আব্দুল্লাহর সঙ্গে পরিচয়। কথা বলতে বলতে তাঁদের মধ্যে বন্ধুত হয়।

এরপর তাঁরা অনেকবার দেখা সাক্ষাৎ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মোহন বন্দুকসী গণমাধ্যমকে জানান, গত মাসে তিনি দেশে চলে আসেন। দেশে ফিরে মা-বাবাকে তিনি আতিয়া বিনতে আব্দুল্লাহর কথা জানান।

তাঁকে বিয়ে করতে চান জেনে তাঁর মা-বাবাও খুশি মনে তাতে সম্মতি দেন। তা জানানোর পর গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিয়া। সেখানে মোহন তাঁকে স্বাগত জানান। পরে আতিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছান।

আতিয়া বিনতে আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন আতিয়া। সেখানে কিছু জরুরি কাজ শেষে ফের বাংলাদেশে স্বামীর বাড়িতে ফিরে আসবেন।

ওআ/

মালয়েশিয়ান তরুণী প্রেমের টানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250