ছবি: সংগৃহীত
অধিনায়ক চামারি আতাপাত্তু, হাসিনি পেরেরা ও নিলাক্ষি ডি সিলভার ব্যাটে চড়ে বড় পুঁজি স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তবে ৩১.৩ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলা দলটিকে পুরো ওভারই খেলতে দিল না বাংলাদেশ দল। স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তারের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যটা নিগার সুলতানা জ্যোতির দল রাখল নাগালের মধ্যে।
আজ সোমবার (২০শে অক্টোবর) নবি মুম্বাইতে আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছেন লঙ্কানরা। ৪৮.৪ ওভারে তাদেরকে ২০২ রানে অলআউট করেছে বাংলাদেশ। দলটির শেষ ৬ উইকেটের পতন হয় মাত্র ২৮ রানে।
বল হাতে দুর্দান্ত স্বর্ণার অবদানে চাপ সামলে নেয় বাংলাদেশ। ১০ ওভারের কোটা পূরণ করে চারটি মেডেনসহ তিনি ২৭ রানে নেন ৩ উইকেট।
আরেক স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান ২ উইকেট শিকার করেন ৩৯ রান দিয়ে। এছাড়া, একটি করে উইকেট পান মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার। বাকি দুটি রানআউট।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ২০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের। নাবি মুম্বাইয়ের আজ শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করেছে নিগার সুলতানার দল। লঙ্কানরা টিকেছে ৪৮.৪ ওভার। এই ম্যাচটি জিতলেই শুধু সেমিফাইনালের আশা বেঁচে থাকবে বাংলাদেশের।
টসে হেরে বোলিং পাওয়া বাংলাদেশ প্রথম বলেই পেয়ে যায় উইকেট। পেসার মারুফা আক্তারের করা প্রথম বলটি অনেকটা ভেতরে ঢুকে বিস্মি গুনারত্নের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়েই উইকেটটি পেয়েছেন মারুফা।
দ্বিতীয় উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আরও ১২.৩ ওভার। শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা চামারি আতাপাত্তুকে এলবিডব্লু করে উইকেটটি পেয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি একবার ক্যাচ তুলেও বেঁচে যাওয়া শ্রীলঙ্কান তারকা। আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৬ রান করেছেন আতাপাত্তু।
খবরটি শেয়ার করুন