ফাইল ছবি
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০শে অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দিয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা নিষ্পত্তি করে যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশের বিরুদ্ধে করা রিভিশন মঞ্জুর করে আদালত রায় দিয়েছেন। রায়ে চাঞ্চল্যকর এ ঘটনার অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। অধিকতর তদন্তে খুঁজে বের করতে হবে এটি হত্যা, না আত্মহত্যার ঘটনা।
আদালত পাশাপাশি সালমান শাহ হত্যার অভিযোগকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন। রিভিশনকারী পক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। গত ১৩ই অক্টোবর এ রিভিশন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত ২০শে অক্টোবর রায়ের তারিখ ধার্য করেন।
১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে রমনা থানায় অপমৃত্যুর মামলা করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪শে জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে আদালতে মামলা করেন তার বাবা। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩রা নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়।
পরে ওই বছরের ২৫শে নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেন কমরউদ্দিন আহমদ চৌধুরী। ২০০৩ সালের ১৯শে মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩রা আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয়।
খবরটি শেয়ার করুন