বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আজ দুই দেশের প্রতিনিধিদের বৈঠক *** সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, স্বীকার করল ইসরায়েল *** হাইকোর্টের ক্ষমতা দেশবাসী জেনেছে ল রিপোর্টিংয়ের মাধ্যমে: অ্যাটর্নি জেনারেল *** তবে কী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প *** ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে যা বলছে বিজিএমইএ *** সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল *** তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে *** কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬ *** এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার *** ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক

নায়কের চেয়ে খলনায়কের পারিশ্রমিক বেশি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

খলনায়কদের পারফর্ম্যান্স যতই নিপুণ হোক না কেন, পারিশ্রমিকের হিসেবে সাধারণত তাঁদের চেয়ে এগিয়ে থাকেন নায়কেরাই। কিন্তু সেই নজির ভেঙেছে এক বার। নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে নজর কেড়েছেন এক অভিনেতা।

১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডর’। খলনায়কের চরিত্রে শাহরুখ খানের অভিনয় সেই ছবির নায়ক সানি দেওলকে টক্কর দেওয়ার মতোই। 

বলিউডে কোনো অভিনেতা ছবিপ্রতি সর্বোচ্চ ১৫০ থেকে ২০০ কোটি রুপি উপার্জন করেন। কিন্তু ত্রিশ বছর আগে এক অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করে ১৫০ কোটি রুপি উপার্জন করেছিলেন।

১৯৮৯ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল টিম বার্টন পরিচালিত ‘ব্যাটম্যান’। এই ছবিতে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল কিটন। ছবিতে জোকারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জ্যাক নিকোলসন।

হলিউডে কমেডি ঘরানার ছবিতে হাস্যরসে মোড়ানো চরিত্রে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন মাইকেল। সুপারহিরোর চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তোলা মাইকেলের কাছে ছিল ‘চ্যালেঞ্জিং’।

ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য সেই সময় এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন মাইকেল।

যে সময় ‘ব্যাটম্যান’ মুক্তি পেয়েছিল সে সময় মাইকেলের তুলনায় জ্যাক অধিক জনপ্রিয় ছিলেন। খলনায়কের চরিত্রে অভিনয় করে মাইকেলের চেয়ে কোনও অংশে পারিশ্রমিক কম পাননি জ্যাক।

‘ব্যাটম্যান’ ছবিতে অভিনয়ের জন্য জ্যাকও এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও কিছু পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল জ্যাকের।

ব্যাটম্যান’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে। পারিশ্রমিকের পাশাপাশি লাভের একটি বড় অংশ পান জ্যাক।

আরো পড়ুন: মায়ের বয়স ৩৮, ছেলের ৫৭!

১৯৯৫ সালের হিসাব অনুযায়ী সব মিলিয়ে ‘ব্যাটম্যান’ ছবি থেকে ১৫০ কোটি টাকা উপার্জন করেন জ্যাক।

‘ব্যাটম্যান’ ছবি থেকে উপার্জন করে নব্বইয়ের দশকের গোড়ায় সর্বোচ্চ উপার্জনকারী নায়কের তালিকায় নাম লিখিয়ে ফেলেন জ্যাক।

৩০ বছর আগে খলনায়কের চরিত্রে অভিনয় করে জ্যাক যে ১৫০ কোটি টাকা উপার্জন করেছিলেন সে ঘটনা তাকলাগানো।

এসি/ আই. কে. জে/ 




নায়ক খলনায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন