ছবি: সংগৃহীত
জনপ্রিয় গায়ক ইমরানের গানে আগেও সাতবার মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী কেয়া পায়েল। এবার অষ্টমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ২০১৬ সালের ক্ষুদে গানরাজ’খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা। গত শনিবার (৫ই জুলাই) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এ গানের মিউজিক ভিডিওর শুটিং শুরু হয়। আজ মঙ্গলবার (৮ই জুলাই) থেকে কক্সবাজারে বাকি অংশের শুটিং শুরু হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে, কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? এ প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সব কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছি। কিন্তু গত চার বছরে দর্শকশ্রোতার অনেক অনুরোধ ছিল, আমাদের নতুন কাজে দেখার।’
কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান আমার ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমন নয়। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি, ভালো লাগবে সবার।’
জে.এস/
খবরটি শেয়ার করুন