রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে নেত্রকোনা জেলার 'শ্রেষ্ঠ ইমামের' সম্মাননা হাতে জসিম উদ্দিন। ছবি: তার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলার 'শ্রেষ্ঠ ইমামের' সম্মাননা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে তিনি কোনো মসজিদের ইমাম নন। তাকে যে মসজিদের ইমাম হিসেবে দেখানো হয়েছে, সেখানে এক যুগ ধরে ইমামতি করছেন আরেকজন। এ নিয়ে জেলাজুড়ে ইমামদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিন বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষা বিভাগের উপজেলা শাখার মডেল কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
গত ২৯শে জুন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন হয়। সেখানে জসিম উদ্দিনকে নেত্রকোনা জেলার 'শ্রেষ্ঠ ইমামের' সম্মাননা, সনদপত্র ও সম্মাননার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন সম্মাননা পাওয়ার সেই ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানান অনেকে।
নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনের জন্য জেলার ১০টি উপজেলা থেকে ২০ জন করে মোট ২০০ জন ইমামের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে জসিম উদ্দিন নিজেকে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী জামে মসজিদের ইমাম হিসেবে উল্লেখ করেন।
চলতি বছরের ১৫ই জানুয়ারি কার্যালয়ের সাবেক উপপরিচালক শফিকুর রহমান সরকার তালিকা যাচাই-বাছাই করে জসিম উদ্দিনসহ তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে তালিকা বিভাগীয় কার্যালয়ে পাঠান। সেখান থেকে তালিকা যায় ইসলামিক ফাউন্ডেশনের ঢাকার কার্যালয়ে। গত ২৯শে জুন রাজধানীতে ধর্ম উপদেষ্টার উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে জসিম উদ্দিনসহ তিনজনকে জেলার 'শ্রেষ্ঠ ইমামের' সম্মাননা দেওয়া হয়।
জানা গেছে, জেলায় সহস্রাধিক ইমাম রয়েছেন। তাদের অধিকাংশই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। জসিম উদ্দিন যে মসজিদের ইমাম হিসেবে সম্মাননা পেয়েছেন, সেই বিক্রমশ্রী জামে মসজিদে ২০১৪ সাল থেকে ইমামতি করেন রফিকুল ইসলাম।
ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম বলেন, ‘দুই যুগের বেশি সময় ধরে ইমামতি করেও তালিকায় আমার নাম নেই। জসিম উদ্দিন কোথাও ইমামতি করেন না। অথচ যাচাই-বাছাই ছাড়াই তাকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়েছে। এটা দুঃখজনক। পেশাদার ইমামদের এ সম্মাননা দেওয়া হলে ইমামদের মধ্যে উৎসাহ বেড়ে যেত। ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি প্রতিষ্ঠান যদি এমন করে, তাহলে মানুষের ভরসার আর জায়গা কোথায়?’
জসিম উদ্দিনের প্রতিবেশী বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা জামান মিয়া বলেন, ‘জসিম উদ্দিনকে আমরা কোনোদিন ইমামতি করতে দেখিনি। তিনি রাজনীতি করেন বলে জানি।’
খবরটি শেয়ার করুন